জিও লোকেশন সিস্টেম পাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

0
72
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : অত্যাধুনিক ‘জিও লোকেশন সিস্টেম’ পাচ্ছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ দমনের মাধ্যমে আইনশৃঙ্খলা উন্নয়নে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) আওতায় এই জিও লোকেশন সিস্টেম সংযুক্ত করা হচ্ছে।
জানা গেছে, আধুনিক জিও লোকেশন সিস্টেম বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা ও তদন্ত সংস্থাগুলো সরাসরি এই প্রযুক্তি ব্যবহার করে অপরাধ বা জরুরি সেবার স্থান দ্রুততার সাথে নির্ণয় করতে পারবে। এ ছাড়াও অন্যান্য সংস্থাগুলো যেমনÑ ফায়ার সার্ভিস, মেডিক্যাল সার্ভিস এপিআইয়ের (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) মাধ্যমেও আধুনিক জিও লোকেশন সিস্টেম ব্যবহার করে সহজে সেবা দিতে পারবে। এনপিএমসির জিও লোকেশন সিস্টেমই হবে কেন্দ্রীয় জিও লোকেশন সিস্টেম এবং অন্যান্য সংস্থা এটি তাদের কাজে সরাসরি বা এপিআই-এর মাধ্যমে প্রবেশাধিকার পাবে।
সূত্র জানায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আধুনিক জিও লোকেশন সিস্টেম ক্রয়ের জন্য সরাসরি ক্রয়পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে ক্রয়ের অনুমোদন দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে। সে লক্ষ্যে এনটিএমসিতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘টার্গেট অ্যান্ড মাস জিও লোকেশন সিস্টেম’ সরাসরি ক্রয়পদ্ধতিতে সংগ্রহ ও স্থাপন করার বিষয়টি টিওঅ্যান্ডইভুক্ত ইন্টিগ্রেটেড ল’ফুল ইন্টারসেপশন সিস্টেমের (আইএলআইএস) আওতাধীন একটি পার্ট প্রকিউরমেন্ট হিসেবে বিবেচনা করে ২০২১-২০২২ অর্থবছরে ক্রয়ের প্রশাসনিক অনুমোদন দেয়া হয়।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আগামী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটি উপস্থাপন হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে এনটিএমসির যন্ত্রাংশ ক্রয় খাতে বরাদ্দ রয়েছে ১৯০ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা।
সূত্র জানায়, এ সম্পর্কে বলা হয়েছে, এনটিএমসির অপারেশননাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গোয়েন্দা সংস্থা, অপরাধী ব্যক্তি, অপরাধ সংঘটন বা জরুরি সেবাগুলোর স্থান দ্রুততার সাথে সুনির্দিষ্ট ও নির্ভুলভাবে শনাক্ত করার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা ও তদন্ত সংস্থা এবং জরুরি সেবা সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কাজে ব্যবহার হবে। আধুনিক জিও লোকেশনটি পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ধারা ৬৮ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধি ২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করে ক্রয় করা প্রয়োজন।
আধুনিক জিও লোকেশনটি টিওঅ্যান্ডইভুক্ত ইন্টিগ্রেটেড ল’ফুল ইন্টারসেপশন সিস্টেমের একটি অংশ। এর আগে এনটিএমসির জন্য আইএলআইএসের অন্যান্য যন্ত্রাংশ ক্রয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী জাতীয় নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ধারা অনুযায়ী সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণের প্রস্তাব প্রধানমন্ত্রী ২০১৫ সালের ৫ আগস্ট নীতিগত অনুমোদন দিয়েছেন। সে অনুযায়ী আধুনিক জিও লোকেশন সিস্টেমটি সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করে কেনার লক্ষ্যে পিপিআর ২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রয়োজন।
সূত্র জানায়, এনটিএমসির ২০২১-২২ অর্থবছরে যন্ত্রাংশ ক্রয় খাতে ১৯০ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। প্রস্তাবিত যন্ত্রাংশটি ২০২১-২২ এবং ২০২২-২৩ এই দুই অর্থবছরের বরাদ্দকৃত অর্থ থেকে ক্রয় করা হবে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের টিওঅ্যান্ডইভুক্ত আধুনিক জিও লোকেশন সিস্টেমটি ক্রয়ের জন্য রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর ৭৬(২) এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ধারা ৬৮(১) অনুযায়ী সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণের প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রয়োজন হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here