জিডি ও মামলায় টাকা নিলে পুলিশকে বাড়ি পাঠিয়ে দেয়া হবে: পুলিশ সুপার

0
299
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম হুঁশিয়ারি দিয়ে বলেছেন জিডি ও মামলা নেয়ার ক্ষেত্রে যদি কোনও পুলিশ সদস্য টাকা নেয় তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হবে বলে ।
মঙ্গলবার সকালে শ্রীপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, দুর্নীতিও মাদকমুক্ত সমাজ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উন্মুক্ত ওই সভায় রাজনৈতিক নেতা, সাংবাদিক ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ তাদের মতামত তুলে ধরেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাবেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার, মো. শাহিদুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), তেলিহাটি ইউপি চেয়ারম্যান, আব্দুল বাতেন সরকার, শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি সিরাজুল হক,
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম মাহফুল হাসান হান্নান, গোসিংগা ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার, প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
বক্তরা এসময় গাজীপুরের আইনশৃঙ্খলা পরিবেশ নিয়ে নানাবিধ তথ্য তুলে ধরেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here