Daily Gazipur Online

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না মুশফিক

ডেইলি গাজীপুর ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজের টি-টোয়েন্টি সিরিজে মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ। তবে টেস্ট এবং ওয়ানডে খেলবেন এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
দীর্ঘ সময় বায়ো বাবলে থাকার চাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন মুশি। তার আবেদনে সাড়াও দিয়েছে বিসিবি। ছুটি চাওয়ার বিষয়ে ক্রিকবাজকে নান্নু বলেন, “মুশফিক আমাকে কল দিয়েছিল আজকে।”
ছুটি মঞ্জুর করার বিষয়ে এই নির্বাচক আরো বলেন, “জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি থেকে ছুটি চায়। আমরা এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। কিন্তু আমাদের অবশ্যই খেলোয়াড়দের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।”