জি কে শামীমকে ৭ বডিগার্ড সহ থানায় সোপর্দ, মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে মামলা

0
233
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া (জিকে) শামীম ও তার সাত বডিগার্ডকে র‌্যাব সদস্যরা আটকের পর জিঞ্জাসাবাদ শেষে আজ দুপুরে ডিএমপি গুলশান থানায় পুলিশের নিকট সোপর্দ করেছে।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের বাসা ও অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জি কে শামীম ও তার সাত বডিগার্ডকে আটক করে এলিট ফোর্স র‌্যাব।
এদিকে,শনিবার দুপুর ৩টার দিকে র‌্যাব সদস্যরা জিঞ্জাসাবাদ শেষে জিকে শামীমকে ডিএমপি গুলশান থানায় হস্তান্তর করেছে র‌্যাব।
ডিএমপি গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে মোট তিনটি মামলার রুজু করার প্রস্তুতি হয়েছে।
পুলিশ, র‌্যাব ও মামলা সুত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর গুলশান নিকেতনের নিজ বাসা থেকে জিকে শামীমসহ আটজনকে আটক করে এলিট ফোর্স র‌্যাব। এসময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে নগদ এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত), মার্কিন ডলার, তার মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা তার নামে এবং মাদক,অস্ত্র পাওয়া যায়।
এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদেরকে বলেন, যদি তিনি নির্দোষ হন, তাহলে কোর্টে এগুলোর ব্যাখ্যা দেবেন। আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি, কোর্টে তার বক্তব্য সঠিক হলে তিনি ছাড়া পাবেন।
র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, জি কে শামীমকে টেন্ডারবাজি ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আটক করা হয়েছে। তার মায়ের নামে ১৪০ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে, বাকি টাকা জিকে শামীমের নামে। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ ছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারওয়ার আলম বলেন, বিপুল পরিমান নগদ টাকার অবৈধ উৎস কোথা থেকে এসেছে। আদালতে গিয়ে সত্য-মিথ্যা প্রমাণ করার দায়িত্ব তার।
অস্ত্রের বিষয়ে সারওয়ার আলম বলেন, তার বিরুদ্ধে বৈধ অস্ত্র অবৈধ কাজে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। বৈধ অস্ত্র ব্যবহারের কিছু শর্তাবলি থাকে। সেসব ভঙ্গ করেছেন তিনি। এছাড়া তার ৭ দেহরক্ষীদের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে মাদক পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here