জীবনের রূপ রেখা

0
205
728×90 Banner

মোঃ ফিরোজ খান: জীবনের শুরু থেকেই আমরা জীবনের মানে খুঁজে বেড়াই বিভিন্ন পর্যায়ে, কখনও কখনও মনের মধ্যে জেগে ওঠে জীবন মানে কি?কিন্তু কেউ কি কখনও সঠিকভাবে জীবন মানে কী এর সঠিক উত্তর খুঁজে পেয়েছেন?কেউ এই উত্তর খুঁজে পাননি?তবে জীবন চালনার পথে অনেক সময় জীবনের উত্তর খুঁজে পেতে ইচ্ছে করে অনেকের।আসুন জীবনের প্রকৃত অর্থ অনুধাবনের চেষ্টা করে দেখি দেখাযাক পাওয়া যায় কিনা?
জীবনের মানে বিভিন্ন জনের মতে বিভিন্ন রকমের। কারো কাছে জীবন মানে একটি সুখী সুন্দর পরিবার নির্মাণ,কারো কাছে জীবন মানে সম্পদশালী বা প্রাচুর্যবান হওয়া,কারো কাছে জীবন মানে একটা শিল্প, কারো কাছে জীবন মানে শুধুই ভালোবাসা, কারো কাছে জীবন মানে হাসি আনন্দের মাধ্যমে প্রতিটি মুহূর্ত উপভোগ করা। বাকিদের কাছে হয়তোবা জীবন মানে ইবাদত, প্রার্থনা এবং ধর্মীয় নিয়ম পালন করা। এরিস্টটোলের মতে জীবনের মানে ছিল সুখী হওয়া।
পথিবীতে যা কিছু আজ পর্যন্ত আবির্ভূত হয়েছে, আবিষ্কৃত হয়েছে, সৃষ্টি হয়েছে তাঁর সুনির্দিষ্ট কারন, ব্যাখ্যা ও যুক্তি রয়েছে। যুক্তি ছাড়া পৃথীবিতে কোন কিছুই ঘটেনি, কখনও, ঘটবেও না।আমরা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারনে, জানার স্বল্পতার কারণে এসব কিছু অনুধাবন করতে পারি না। সে অর্থে বলা যায়, এই পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর নির্দিষ্ট কারন রয়েছে। এমনকি পৃথীবিতে যত মহামানব, নবী-রাসূল, ওলী-বুযূর্গ, সাধক এসেছেন তারা সাবাই জীবন সম্পর্কে এবং জীবন মানে কি এ সম্পর্কে আমাদের অবহিত করে গেছেন। অজ্ঞতার অমানিশা দূর করে দিয়ে গেছেন জ্ঞানের আলোর মাধ্যমে। তাদের বানীকে বিশ্লেষন করলে বুঝা যায়- ক্ষুদ্র এই জীবন নিছক পরীক্ষা কেন্দ্র ছাড়া আর কিছুই না।
স্রষ্ঠা আমাদের আলোর সাথে অন্ধকারের, দিনের সাথে রাতের, ভালোর সাথে মন্দের পার্থক্য বুঝার জ্ঞান দিয়েছেন। জীবন নিয়ে, জীবন কি, জীবন মানে কি? এই বিষয়ে ভাব্বার সুযোগ করে দিয়েছেন। তাই নিজের মেধা, জ্ঞান, প্রজ্ঞা কাজে লাগিয়ে ইহকাল এবং পরকালের সাফল্যের জন্য কাজ করাই জীবনের মানে। শুধু এইকাল অথবা শুধু পরকালের জন্য পরিশ্রম বা কাজ না করে, দুই কালের সমন্বয় সাধন করাই জীবন মানে কি হবে হয়তোবা এটাই এই প্রশ্নের উত্তর হিসেবে মূল‍্যায়ন করা যেতে পারে।। জীবনের প্রতিটা মুহূর্ত হলো নিজের ও অন্যের কল্যানের জন্য,নয়,এটা সারা পৃথীবির মানুষের কল্যানের জন্য, এবং স্রষ্টার ইবাদত করার জন্য ব্যয় করার নাম‌ই হলো জীবনের মানে।
জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি আপনি কিংবা আমরা কেউই জীবনের মানে খুঁজে না পাই তাহলে জীবনের পুরুটা সময়‌ই অর্থহীন হিসেবে ধরা হবে।যদি আমরা সঠিকভাবে জীবনের মানে কি সেটা উপলব্ধি করতে না পারি???

লেখক সাংবাদিক
মোঃ ফিরোজ খান
ঢাকা বাংলাদেশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here