জীবনের সেরা সময়টা কাটাচ্ছি: পরীমনি

0
147
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আলোচিত নায়িকা পরীমণি সম্প্রতি বিয়ে করেছেন আরেক অভিনেতা শরিফুল রাজকে। তাদের সংসারে খুব শিগগিরই নতুন অতিথি আসছে। এর মাঝে ৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে পরী অভিনীত ‘মুখোশ’। ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে বুধবার (২ মার্চ) রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায়। সেখানে জানালে নতুন সংসার ও অনাগত সন্তান নিয়ে অনুভূতি।
মাতৃত্ব যে কোন মেয়ের জন্য জীবনের অন্যতম সেরা অনুভূতির নাম। পরীও বললেন তেমনটা। ‘জীবনের সেরা সময়টা কাটাচ্ছি। মাতৃত্বের অনুভূতি শেয়ার করা যায় না। আর এই অনুভূতিগুলো কখনও ভাষায় প্রকাশ করা সম্ভব না।’
‘মাতৃত্ব নারীকে পূর্ণতা দেয়। আমি মনে হয় সেই পূর্ণতা পেতে যাচ্ছি। ঘরে নতুন অতিথিকে বরণ করে নেয়ার জন্য প্রতিদিন, মুহূর্ত অপেক্ষায় পার করছি। অনুভূতি শেয়ার করা যায় না। হয়তো আমার চোখ মুখে এই অনুভূতিগুলো ফুটে উঠছে। আমি সবার কাছে আমার আগামী দিনগুলোর জন্য দোয়া চাই’,— বলেন পরীমনি।
ইফতেখার শুভ পরিচালিত ও ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ৩৮টি সিনেমা হলে। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন রোশান। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও আবুল কালাম আজাদ। এছাড়া আছেন ইরেশ জাকের, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।
ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার 44’ উপন্যাস অবলম্বনে।
এতে ‘মুখোশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিম কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় এর সঙ্গীতায়োজন ইমন চৌধুরীর।
‘মুখোশ’র পরিবেশনার দায়িত্ব নিয়েছে ‘মিশন এক্সট্রিম’খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। এছাড়া মিউজিক প্রকাশ পাচ্ছে টাইগার মিডিয়ার ব্যানারে। এর আগে ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ উর্ধ্বমুখী হওয়ায় আটকে যায় ‘মুখোশ’।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here