Daily Gazipur Online

জীবন

তহুরা ইসলাম
জীবনটা শুধু বেচে থাকার নয়
হাসি-গানে ভরা আনন্দময়।
জীবনটা শুধু একফুটা শিশির বিন্দু
সকালে সোনালী রোদে
সোনার মতো উজ্জ্বল দেখায়
পরক্ষণেই তা মাটির সাথে
নীরবে মিশে যায়।
জীবনটা শুধু একটা
চকচকে উজ্জ্বল কাঁচ
ধাক্কা লাগলেই ভেঙ্গেচুরে
হয়ে যায় চুরমার।
সুখ-দুঃখ আর বেদনা যন্ত্রণায়
ভালোবাসা আর স্নেহ মমতায়
মায়ার জালে গড়ে উঠে জীবন।
মায়ার জাল ছিন্ন করে দিয়ে
জীবনকে ছিনিয়ে নেয় মরন।