জুলাই অভ্যুত্থান দিবসে টঙ্গীতে বিএনপির বিজয় র‍্যালি

0
78
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার সেনাকল্যাণ ভবনের সামনে থেকে আজ মঙ্গলবার বিকেল চারটায় বিজয় র‍্যালি বের করে টঙ্গী পূর্ব থানা বিএনপি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন এই মূল প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালিটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। র‍্যালিতে উপস্থিত নেতারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। এ দিনেই জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচারী শক্তির পতন ঘটে।
নেতৃবৃন্দ আরও জানান, আজকের এই র‍্যালি হচ্ছে জনগণের বিজয়ের প্রতীক এবং ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাদের অবিচল মনোভাবের বহিঃপ্রকাশ।
আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে বিজয় র‍্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা। র‍্যালিটি স্টেশন রোড, মিলগেট হয়ে পুনরায় টঙ্গী বাজারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় র‍্যালি থেকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
পরে সংক্ষিপ্ত পথসভায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, ‘চূড়ান্ত বিজয় এখনও আসেনি। ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়ছি। গুম-খুনের শিকার হয়েছি। এখন দরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যেখানে ভোটের মাধ্যমে সরকার গঠনের মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।’
পথসভায় আরও বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই মোস্তফা খান, বেনজির রহমান খান পিন্টু, রাজিব বিন শহীদ রিগান, ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান মামুন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here