

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ‘বাবা আমি মইরা যামু, আমার লাশটা নিয়া যাইও’-বাবা আবুল হোসেনের সঙ্গে শেষ কথা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া নাফিসা হোসেন মারওয়ার। গুলিবিদ্ধ হওয়ার প্রায় আধা ঘণ্টা পর বাবার মোবাইলে ক্ষীণকণ্ঠে একথা বলেছিলেন নাফিসা। একথা মনে পড়লে স্থির থাকতে পারেন না নাফিসার বাবা চা দোকানি আবুল হোসেন। তাই প্রায় প্রতিদিনই তিনি কবরে গিয়ে মেয়ে নাফিসাকে খুঁজে ফেরেন। সন্তানের কথা মনে হলেই হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। নাফিসার বাবা আবুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার ২টা মেয়ে। বড় মেয়ে নাফিসা হোসেন মারওয়া টঙ্গী সাহাজউদ্দিন সরকার আদর্শ বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান
বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়ে সে জিপিএ-৪.২৫ পেয়েছিল। ফল প্রকাশের এক সপ্তাহ আগে নাফিসা শহীদ হয়। জানা গেছে, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাহসিকতার সঙ্গে রাজপথে নেতৃত্ব দেন নাফিসা হোসেন মারওয়া। আন্দোলনের প্রথমদিকে নাফিসা ও তার সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে একটি গ্রুপ খুলে নিজেদের মধ্যে আলোচনা করে প্রতিদিন আন্দোলনে যোগ দিত। ৫ আগস্ট সকালে মামাদের বাধা উপেক্ষা করে সাভারে শিক্ষার্থীদের সঙ্গে লংমার্চে যোগ দেয় নাফিসা। বেলা ২টার দিকে নাফিসা তার বাবাকে কল করে জানায়, ‘আব্বু, শেখ হাসিনা পলাইছে।’ এর কিছুক্ষণ পরই সাভার মডেল মসজিদের আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী দোসরদের যৌথ হামলা শুরু হয়। এ সময় নাফিসার গুলিবিদ্ধ হয়।
