ডেইলি গাজীপুর প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন তখন রূপ নিচ্ছিল গণআন্দোলনে। রংপুরে আবু সাঈদের আত্মত্যাগে আন্দোলন তখন বারুদের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে তখন ছাত্র-জনতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অঘোষিত যুদ্ধ চলছে। এর মধ্যে ১৮ জুলাই গাজীপুরের উত্তরা এলাকায় আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল পারভেজ। আন্দোলনের একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা করেন তিনি। ছাত্রদের ইটপাটকেল না ছোড়ার আহ্বান জানিয়ে র্যাবের সঙ্গে কথা বলতে যান। কিন্তু শাকিলের শান্তির আহ্বান থেমে যায় একটি গুলির শব্দে।
প্রত্যক্ষদর্শী সহযোদ্ধা রাকিব হোসেন বাপ্পি বলেন, দুপুর ১২টার দিকে শাকিল ফেসবুকে পোস্ট করে—‘এ যেন এক অঘোষিত যুদ্ধ, সবাই BNS আসেন।’ তখন আমরা একজন আহতকে হাসপাতালে নিয়ে গেছি। ওকে দেখে শাকিল ভাই বললেন, ‘ভাই, আল্লাহ আপনাকে কবুল করছেন। আমার তো কিছুই হয়নি এখনো।’
দুপুর ২টার দিকে উত্তরা স্কয়ারের সামনে শাকিল র্যাবের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা করেন। সে সময় আন্দোলনকারীদের বলে যান, ‘ইটপাটকেল ছুড়বেন না।’ কিন্তু বিকেল ৪টা ৪০ মিনিটে সেই আহ্বান থেমে যায় এক গুলির শব্দে।
রাকিব বলেন, ‘আমি দেখি কয়েকজন একটা নিথর দেহ টেনে আনছে। ওটাই শাকিল ভাই। বুকের মাঝ বরাবর গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। অনেক ডাকলাম, সাড়া দিলেন না। বুঝে গেলাম—স্পট ডেথ।
রিকশায় করে নেওয়া হয় একের পর এক হাসপাতালে—ক্রিসেন্ট, লুবানা, উত্তরা আধুনিক। কোথাও সেবা মেলেনি। প্রশাসনের নিষেধ আছে, আন্দোলনকারীদের সেবা দেওয়া যাবে না। এক কাভার্ডভ্যান চালক মানবিকতার পরিচয় দিয়ে শাকিলের নিথর দেহ নিয়ে যান হাসপাতালে। সেখানে শেষ ঘোষণাটা আসে—শাকিল আর বেঁচে নেই।
চব্বিশের গণঅভ্যুত্থানে মাত্র ২৪ বছর বয়সে ইতিহাসের পাতায় অমর হয়ে গেলেন শাকিল পারভেজ। গুলিতে রাজপথেই ঝরে গেল এক তরুণ সংগঠকের জীবন। কোটা সংস্কার আন্দোলনের সামনের সারির যোদ্ধা শাকিলের ছাত্রজীবন শুরু হয়েছিল তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসে। তিনি মানারাত ইউনিভার্সিটির পাশাপাশি টঙ্গী সরকারি কলেজের ডিগ্রিরও ছাত্র ছিলেন।
কোটা আন্দোলনের শুরু থেকেই শাকিল সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হন। ১৬ জুলাই আন্দোলন যখন উত্তাল রূপ নেয়, তখন নিজের বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি টঙ্গী কলেজ, তামীরুল মিল্লাতসহ আশপাশের এলাকার ছাত্রদের একত্রিত করতে ব্যস্ত ছিলেন শাকিল। বারবার ফেসবুক ভিডিওতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এক ভিডিওতে দেখা যায়, শাকিল বলছেন, ‘বিচ্ছিন্ন হইয়েন না। সবাই একসঙ্গে নিরাপদে বাসায় ফেরেন। টঙ্গী কলেজ গেটে ছাত্রলীগ, পুলিশ অবস্থান করছে।’ এমনই সচেতন দায়িত্বশীল পথপ্রদর্শক ছিলেন শাকিল। কিন্তু সবাইকে একসঙ্গে বাসায় ফেরার আহ্বান জানানো শাকিল বাড়ি ফেরেন লাশ হয়ে।
নিহত শাকিলের প্রথম জানাজা হয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এরপর জানাজার আয়োজন করা হয় তামীরুল মিল্লাত মাদ্রাসা মাঠে; কিন্তু প্রশাসনিক বাধা ও আওয়ামীপন্থি সন্ত্রাসীদের হুমকিতে সেখানে জানাজা হতে পারেনি। বিকল্প হিসেবে ট্রাস্টের একটি সরু গলিতে জানাজা দিতে বাধ্য হন স্বজনরা। এরপর টঙ্গী দত্তপাড়ায় দুটি জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে।
সেখানকার জানাজায় দাঁড়িয়ে শাকিলের বাবা বেলায়েত হোসেন কাঁদতে কাঁদতে বলেন, ‘আল্লাহর জান্নাতে কিছু শর্ট পড়ছে মনে হয়, তাই আমার কলিজার টুকরাকে আল্লাহ নিয়ে নিয়েছে। তা-ও আমি বলি—আলহামদুলিল্লাহ।’
শাকিল ছিলেন প্যারালাইজড মায়ের একমাত্র সেবক, তিন বোনের একমাত্র ভাই। সারাদিন ক্লাস, টিউশন, সংগঠনের কাজ শেষে বাবার ক্ষুদ্র কোকারিজের দোকানে সাহায্য করতেন। তার সংগ্রামী জীবন ছিল হাজারো তরুণের প্রতিচ্ছবি। সূত্র: কালবেলা
জুলাই গণঅভ্যুত্থান: গুলিতে থেমে যায় শাকিলের শান্তির আহ্বান
