জেনে নিন কোন কলেজ কোন ক্যাটাগরিতে

0
248
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ভর্তিতে গত বছরের শিক্ষার্থীদের সংখ্যা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে উপর ভিত্তি করে সরকারি-বেসরকারি কলেজগুলোকে এবারে তিন ক্যাটাগরিতে ভাগ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শুধু ঢাকা বোর্ডের অধীনস্ত কলেজগুলোর আসন সংখ্যা ও পাসের হারের ভিত্তিতে দুটো পৃথক তালিকা তৈরি হয়েছে।
‘এ’ ক্যাটাগরির তালিকায় থাকা কলেজগুলো হচ্ছে-
ঢাক সিটি কলেজ, মাইলস্টোন কলেজ, নারায়নগঞ্জ সরকারি মহিলা কলেজ , সরকারি গুরুদয়াল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, দনিয়া কলেজ, বিএফ শাহিন ডিগ্রী কলেজ, ঢাকা কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, গাজীপুর সরকারি মহিলা কলেজ, সিদ্ধেশ্বরী মহিলা কলেজ, বেগম শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, শামসুল কলেজ, লৌহজং কলেজ, নওয়াব হাবিবুল্লাহ মডেল হাই স্কুল এ্যান্ড কলেজ, বিএন কলেজ, পুবাইল আদর্শ কলেজ, বিএফ শাহীন কলেজ কুর্মিটোলা), মিরপুর গার্লস পাবলিক স্কুল ত্যান্ড কলেজ, সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল, শামসুল হক কলেজ এলেঙ্গা, কলেজ, হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও লালমাটিয়া মহিলা কলেজ।
এছাড়া নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ ও সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে ‘এ’ ক্যাটগরির তালিকায় রাখা হয়েছে। যদিও এসব কলেজে পরীক্ষার মাধ্যমে একাদশে শিক্ষার্থী ভর্তি করা হবে।
‘বি’ ক্যাটাগরির তালিকায় থাকা কলেজগুলো হচ্ছে-
সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, সরকারি কবি নজরুল কলেজ সরকারি বাঙলা কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরকারি কিশোরগঞ্জ মহিলা কলেজ, শ্রীনগর আদমজীনগর এম ডব্লিউ কলেজ নারায়নগঞ্জ, সরকারি বারহামগঞ্জ কলেজ, দোহার নবাবগঞ্জ কলেজ, সরকারি হরগঙ্গা কলেজ, সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ সরকারি সফর আলী কলেজ, তেজগাঁও কলেজ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, বাজিতপুর কলেজ, ভাষানটেক সরকারি কলেজ, কলেজ, শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, মোহাম্মপূর সরকারি কলেজ, শেখ বোরহানউদ্দিন কলেজ, সরকারি সদরপুর কলেজ, রাজৈর কলেজ, রামপাল কলেজ, বি কে নগর বঙ্গবন্ধু কলেজ, মুন্সীগঞ্জ কলেজ, তারাইল কলেজ, পৌর মহিলা কলেজ, মোহাম্মপুর ইউনিয়ন কলেজ, সরকারি ঘিওর কলেজ, আব্দুল আউয়াল কলেজ, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here