Daily Gazipur Online

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপুর ঈদ বস্ত্র বিতরণ

পাবনা প্রতিনিধি : পাবনায় গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু। মঙ্গলবার বিকাল ৫টায় ঘোষপুরে তিনি দুস্থ মানুষের মাঝে এ বস্ত্র বিতরণ করেন।
ঈদ বস্ত্র বিতরণকালে রকিব হাসান টিপু বলেন, আমি চাই সমাজের একটি মানুষও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। আসন্ন ঈদে সমাজের সর্বস্তরের মানুষের মুখে আনন্দের হাসি ফুটে উঠুক। তাই যার যার সামর্থ্য অনুযায়ী আশপাশের অসহায়-গরীব দুঃখীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এসময় তিনি পাবনাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ইকবালের সভাপতিত্বে এ সময় জেলা যুবলীগ নেতা জুয়েল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।