Daily Gazipur Online

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ৬৮৫ পিচ ইয়াবাসহ আটক-১

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শুক্রবার রাত সাড়ে ৮টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে জেলার ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৮৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অমূল্য রতন রায়ের ছেলে উত্তম কুমার রাল (৩৫) আটক করেন। এসময় তার কাছ থেকে একটি মোবাইল সেট, সিম কার্ড ও নগদ ২৪ হাজার ৭শ টাকা উদ্ধার করেন।
উক্ত মাদক ব্যবসায়ী ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট পার্শ্ববর্তী দেশ ভারত হতে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচারের পাশাপাশি স্থানীয় মাদক ব্যবসায়ীর নিকট সরবরাহ করত বলে র‌্যাব জানায়।