জয় বাংলা স্লোগানেই আমাদের বিজয় অর্জন হয়েছে: প্রধানমন্ত্রী

0
122
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জয় বাংলা স্লোগান বাঙালির মুক্তি সংগ্রামের স্লোগান। জয় বাংলা স্লোগান আত্মত্যাগের স্লোগান, আমাদের অর্জনের স্লোগান, যে স্লোগানের মধ্যে দিয়ে আমরা বিজয় অর্জন করেছি।
সোমবার (১৪ মার্চ) রাতে বনানীর হোটেল শেরাটনে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল উদ্দীপক স্লোগান জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা উপলক্ষে আয়োজিত জয় বাংলা শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর বেসসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বাংলাদেশ অ্যাসোসিয়শেন অব ব্যাংকস এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাজীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের জন্য। যে মানুষগুলো ক্ষুধা-দারিদ্র্যে জর্জরিত ছিল। সবদিক থেকেই বঞ্চনার শিকার ছিল। সেই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করার জন্য জাতির পিতা তার জীবন উৎসর্গ করেছিলেন। ৬ দফা থেকেই তিনি কিন্তু নির্দেশ দিলেন জয় বাংলাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য। আমরা যখন ছাত্রলীগের কর্মী তখনই, কিন্তু তিনি জয় বাংলা স্লোগানকে মাঠে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এর মধ্যে যে অর্থ নিহিত ছিল, তা হচ্ছে সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের মধ্যে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করা এবং এই স্লোগানের মধ্যে দিয়েই আমাদের মুক্তিযুদ্ধ ও বিজয় অর্জন।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি পদক্ষেপ তিনি নিয়েছিলেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে। যে কারণে আমরা স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। জাতির পিতা শুধু যে স্বাধীনতা দিয়েছেন তা নয়; তিনি সময় পেয়েছিলেন মাত্র সাড়ে তিন বছর। আমাদের স্থল সীমানা করে দিয়ে গেছেন তিনি। মাত্র ৯ মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান দেন। সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here