Daily Gazipur Online

ঝিনাইগাতীর গারো পাহাড়ে বন্যহাতীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি :শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে গাজনী ১৮ ঝোড়া এলাকা থেকে বন বিভাগ এক বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে। আজ শনিবার সকালে রাখালরা গরু নিয়ে পাহাড়ে যাওয়ার সময় হাতিটির মরদেহ দেখতে পায়।তারা সংবাদ দিলে বন বিভাগের লোকজন এসে হাতিটির মরদেহ উদ্ধার করে।ঝিনাইগাতী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন জানান,মৃত হাতিটির পোস্ট মর্টেম করে নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট এলে হাতীটির মৃত্যুর কারণ যাবে।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জয়নাল আবদীন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মৃত মাদি হাতিটির বয়স আনুমানিক ১২/১৩ বৎসর বয়স হবে। বন বিভাগের ময়মনসিংহ বিভাগীয় কর্মকর্তা(ডিএফও) একেএম রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ময়না তদন্ত শেষে হাতির মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে।