ঝুঁকিপূর্ণ টঙ্গী ব্রীজ বড় দূর্ঘটনার আশংকা

0
92
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অঞ্চলের তুরাগ নদের উপর রাজধানীর সাথে গাজীপুরের সংযোগ ব্রীজটি এখন চলাচলের অনুপযোগী। বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত ও ফাটল। যেকোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীরা।
সরজমিনে ঘুরে জানা যায়, ব্রীজটির বিভিন্ন অংশে প্লাস্টার খসে সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির গর্ত যা লোহার পাত দিয়ে ঢেকে রাখা হয়েছে এছাড়াও এই ব্রীজের বেশীরভাগ পিলারে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। ব্রীজের সংযোগস্থলের মাটি সড়ে গিয়ে সৃষ্ট। গর্ত লোহার পাটাতন ও বালি দিয়ে ভরাট করেই যান চলাচলের উপযোগী করার চেষ্টা কর হচ্ছে। প্রতিনিয়ত প্লাস্টার খসে পরায় দূর্ঘটনার আশংকায় ব্রীজের নিচ দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ।
বুধবার মধ্য রাতে তেমনি একটি লোহার পাটাতন সরে গিয়ে বিশাল আকৃতির গর্ত উন্মোক্ত হয়ে পরলে ব্রীজের ভয়াবহতা দৃষ্টিগোচর হয় পথচারী ও পরিবহন চালকদের। এসময় সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে গেলে সকালে বিআরটি প্রকল্পের লোকজন এসে আবারো লোহার পাটাতনটি বসিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দীর্ঘ সময় ব্রীজের একাংশ বন্ধ থাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
এবিষয়ে কথা হলে ট্রাফিক দক্ষিণ জোনের পুলিশ পরিদর্শক শাহাদত হোসেন জানান, রাত ১ টার দিকে হঠাৎ করে ব্রীজের মাঝখানের প্লাস্টার খসে পরে বিশাল গর্ত সৃষ্টি হলে তাৎক্ষণিক ভাবে ষ্টীলের প্লেট দিয়ে ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এসময় সকল ভাড়ী যানবাহন এজতেমা রোড হয়ে কামার দিয়ে পাস করা হয়। পরবর্তী সময় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বিআরটি প্রকল্প সংশ্লিষ্টদের খবর দেওয়া হলে সকাল ১০ টা নাগাদ তারা সৃষ্ট গর্তের উপর লোহার পাটাতন বসিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এক প্রশ্নের জাবাবে তিনি আরো বলেন, ব্রীজ এখন উন্মোক্ত হলেও ঝুঁকিমুক্ত নয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here