মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগের “সৎ সংঘ সংস্থা”র সদস্যদের মহৎ উদ্যোগের একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর, এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে । বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার পর এর প্রার্দুভাব রোধে তুরাগের রাজনীতিবিদরা অসহায়,দু:স্থ ও গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন । যে যার অবস্থান থেকে দরিদ্র পরিবারের পাশে ত্রাণ সামগ্রী ও বিভিন্ন ধরনের খাদ্য পণ্য নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাজির হচ্ছেন । তার মধ্যে আবার অনেক দানশীল ব্যক্তি ও রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা গত এক সপ্তাহজুড়ে তুরাগের বেশ কয়েকজন শীর্ষ নেতার সহায়তা কার্যক্রম সত্যিই দেশের মানুষের মাঝে ভিন্ন এক অনুভুতির সৃষ্টি করেছে । ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মহীন,গৃহবন্দী, নিম্ন ও গৃহবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন তুরাগের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “সৎ সংঘ সংস্থা” নামের একটি সংগঠন । এই সংগঠনের সদস্যরা নিজ অর্থায়নে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন নিত্যপণ্য প্যাকেটজাত করে পৌঁছে দিয়েছেন অনেক অসহায় পরিবারের মাঝে । এই সংবাদটি ফেসবুক সহ যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । প্রচারিত সংবাদের ছবিতে দেখা যায়, “সৎ সংঘ সংস্থা”র সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক ইব্রাহীম, প্রচার সম্পাদক শামিমসহ কয়েকজন সদস্য পৃথক পৃথক ভাবে হাতে সহায়তা সামগ্রী নিয়ে অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে ছুটে চলছেন । এই সংবাদটি গণমাধ্যমে প্রকাশিত হলে অনেকেই সংবাদের লিংকটি ফেসবুকে শেয়ার দেন এবং ভাইরাল হওয়ার পর কয়েকজন কমেন্টস করেছেন-সত্যি আবেগ আপ্লুত । এ বিষয়ে “সৎ সংঘ সংস্থা”র সম্পাদক মোঃ কাউসার বলেন, যেহেতু এটা স্বাভাবিক পরিস্থিতি নয়, তাই চেষ্টা করেছি এলাকার কর্মহীন মানুষের বাড়ি বাড়ি সহায়তা সামগ্রী পৌছে দিতে । এজন্য “সৎ সংঘ সংস্থা”র সকল সদস্যরা মিলেই তালিকা করেছি এবং সে অনুযায়ি যতটুকু সম্ভব হয়েছে-আমরা আমাদের নিজেদের অর্থায়নে সহায়তা সামগ্রী পৌছে দিয়েছে এবং দিচ্ছি ।
