
ডেইলি গাজীপুর প্রতিবেদক: সোমবার ভোরে টঙ্গীর নিমতলী রেল ক্রসিং এলাকা থেকে অজ্ঞাত (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পূর্ব থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টায় উল্লেখিত এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারিরা টঙ্গী পূর্ব থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে এস আই শাহীন শেখ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতের পড়নে নীল রঙ্গা গেভাইডিন পেন্ট ও কালো প্রিন্টের হাফহাতা শার্ট ছিলো।
পুলিশ আরো জানায়, নিহতের হাত-পা ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যায় সে রাস্তা পারাপারের সময় কোন গাড়ির চাপায় পড়ে এ ঘটনা ঘটেছে।






