

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শ্রমিক আন্দোলনের মুখে টঙ্গী শিল্প এলাকায় মা টাওয়ারে অবস্থিত একটি পোশাক প্রস্তুত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, টঙ্গী শিল্প এলাকার কেবিএম রোডের মা টাওয়ারে অবস্থিত এ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড শ্রমিক আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানা গেটে টাঙানো নোটিশে বলা হয়েছে- গত ৮ জুলাই থেকে শ্রমিকরা চলতি বছরের জুন মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। পরবর্তীতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ দফায় দফায় আলোচনা করে শ্রমিকদের বুঝালেও শ্রমিকরা কর্তৃপক্ষের কথায় রাজি না হয়ে পুনরায় কর্মবিরতি পালন করেন। এতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের অনৈতিক কর্মবিরতি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মোতাবেক বেআইনি ধর্মঘট বলে গণ্য করেন এবং ফ্যাক্টরির ভিতরে স্বাভাবিক কর্মপরিবেশ না থাকায় কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে ফ্যাক্টরিটি আজ সকাল ৭টায় শ্রম আইনের ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রমিকেরা কাজে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে ঘরে ফিরে যান। এ সময় বৃষ্টিতে ভিজে বা ছাতা মাথায় দিয়ে কাজে আসা শ্রমিকদের কারখানার সামনে ভিড় করতে দেখা যায়। শ্রমিক আন্দোলন ও কারখানাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার ভেতরে ও বাইরে জলকামানসহ পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের ম্যানেজার (অ্যাডমিন) মো. সুজন মিয়া বলেন, আজ বেতন দেওয়া হবে। শনিবার থেকে শ্রমিকেরা কাজ করবে ও আমরাও গার্মেন্টস খুলে দিব ইনশাআল্লাহ।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর টঙ্গী অঞ্চলের পরিদর্শক মো. হাবিল হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে কর্তৃপক্ষ গার্মেন্টসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।
