Daily Gazipur Online

টঙ্গীতে অনুদানের চেক বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়ার সরকারি অনুদানের চেক বিতরন করেন।
শুক্রবার টঙ্গীর নোয়াগাঁও এলাকায় এমপির কার্যালয়ে এ চেক বিতরন করা হয়। চেক বিতরন অনুষ্ঠানে আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদুল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন এমপি বেগম শামসুন্নাহার ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম, এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য এড. হেলাল উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী, গাজীপুর জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রশিদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল প্রমুখ।
উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম শামসুন্নাহার ভূঁইয়া সরকারী অনুদানে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির ও বিভিন্ন সংগঠনের মাঝে ১৭ লাখ ৭২হাজার ৫০ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।