
(পূর্বে প্রকাশিতের পর)-৬
টঙ্গীর পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর
১৯৭১ সালের ৪ মার্চ । এ সময় ঐতিহ্যবাহী শিল্প নগরী টঙ্গী ও টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টেক্সটাইল, জুট মিলসহ শত শত কারখানা ছিল। এসব কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করত। ছোট ছোট কারখানায় কিছু কম লোক কাজ করত। এভাবে লাখ লাখ শ্রমিকের সমাগম ছিল টঙ্গীতে। এখানে অনেক শ্রমিক নেতা, স্থানীয় নেতা, রাজনৈতিক নেতাসহ টঙ্গীর অনেক নেতৃবৃন্দ ছিল।
৪ মার্চ টঙ্গীর মেঘনা টেক্সটাইলে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে দর কষাকষি করতে গেলে ইপিআর ( পাকিস্তানী পুলিশ ) মেঘনা মিলেপ্রেবেশ করে ( আমি ফজলুল হক সহ ) আমার সাথের অন্যান্যদের ভয় ভীতি প্রদর্শন করে । তখন আমারা সারাদিন পুলিশ ইপিআরকে মিল থেকে বের হতে না দিয়ে ইপিআর পুলিশকে অবরোদ্ধ করে রাখি।

এ অবস্থা দেখে তখন পাকিস্তানি সরকারের নির্দেশে ইপিআর পুলিশকে উদ্ধার করতে পাকসেনা পাঠায়। পাকসেনা এসেই এলোপাতারি গুলি ছুড়ে। এসময় ৪জন শ্রমিক নিহত ও ২০/২৫জন শ্রমিক নেতৃবৃন্দ আহত হয়।
এই দিন থেকেই টঙ্গীতে পাকবাহিনীর বিরোদ্ধে মিটিং মিছিল, আন্দোলন ও শ্লোগান শুরু করে, টঙ্গীর পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর।( চলবে)






