Daily Gazipur Online

টঙ্গীতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড মিলগেইট চুরি ফ্যাক্টরী বস্তি এলাকায় গতকাল রোববার বিকেলে আগুনে পুড়ে যাওয়া ৭০টি পরিবারের মাঝে টঙ্গী আরবান প্রোগ্রাম ও ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ২০ কেজি চাউল, আড়াই কেজি সয়াবিন তৈল, আড়াই কেজি মশারীর ডাউল, চিড়া এক কেজি, লবন হাফ কেজি, চিনি হাফ কেজি, মোগডাউল সোয়া দুই কেজি, ছোলা বুট সোয়া দুই কেজি বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, স্থানীয় আওয়ামীলীগের আহŸায়ক দেলোয়ার হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ওয়াল্ড ভিশন বাংলাদেশ টেকনিক্যাল কোঅডিনেটর ডমিনিক সেন্টু গমেজ, টঙ্গী প্রোগ্রাম অফিসার বনি হালদার, জসিম উদ্দিন, স্থানীয় ছাত্রদল সভাপতি আব্দুর রহমান বাবু, যুবলীগ নেতা শাহ আলী প্রমুখ।
এ সময় ওয়াল্ডভিশন বাংলাদেশ টেকনিক্যাল কো অডিনেটর ডমিনিক সেন্টু গমেজ বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বয়সম্বল হারিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। ইতিপূর্বে এই পরিবারগুলোর মাঝে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে পরিবারগুলোর মাঝে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এমনকি এই পরিবারগুলোকে গৃহ নির্মাণে সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।