
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সকালে নারী প্রগতি সংঘ ( বি এন পি এস)’র সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা “ফুলকি” আয়োজন করে নারী অধিকার বিষয়ক র্যালী এবং আলোচনা সভা। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফারজা লতিফ, মেহেরুন্নেছা সিমা,মানছুরা আমিন,ফাহিমা উর্মি,রুবিনা,বৃষ্টি প্রমূখ।

বিকেলে মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে টঙ্গীস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জাহানারা বেগম, মেহেরুন্নেছা সিমা, মনিরুল ইসলাম রাজিব, এড. জিয়াউল কবির খোকন, মধাব আচার্য, আসম জাকারিয়া, মফিজুল হোসেন মোল্লা,নিজাম উদ্দনি প্রমুখ।

অপরদিকে ব্র্যাকের উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে এই দিবসটি নারীর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিকসাফল্য উদযাপনকরে। এই দিবস বিশ্বব্যাপী নারীদের ঐক্য, সমতা ও সমর্থন জোরদারকরার লক্ষ্যে বিশেষভাবে দৃষ্টিনিবদ্ধ করে দিবসটির মূল লক্ষ্য জেন্ডার সমতা অর্জন। কারন বিশ্বজুড়ে এখনও নারীরা পুরুষদের তুলনায় অধিকতর বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়। আয়ের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য বিদ্যমান রয়েছে এবং নারীরা ব্যবসা ও রাজনীতিতে অংশগ্রহনের ক্ষেত্রে এখনও অসমতার শিকার হয়। এ বছর জাতিসংঘ থেকে নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০১৬ সালে যাত্রা শুরু করেন ১০ লক্ষ দরিদ্র জনগনের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরইধারাবাহিকতায় তৈরি পোশাক কর্মীদের বহুমাত্রিক দারিদ্রতা দূরিকরণের লক্ষ্যে এই কর্মসূচি কাজ করছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে। এই কার্যক্রমের আওতায় ৫০ হাজার তৈরি পোশাক শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে; এছাড়াও গার্মেন্টস শিল্পে কাজে ইচ্ছুক ১২০০ জনকে সুইং মেশিন অপারেশন ট্রেনিং প্রদানের মাধ্যমে দক্ষ শ্রম শক্তি তৈরি ও তাদের চাকুরির নিশ্চয়তা প্রদান করা হচ্ছে। জাতীয় অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য, যেখানে ৮৫% শ্রমিক হচ্ছে নারী, তাদের অবদান ও কাজের মূল্যায়ন এবং তৈরি পোশাক শিল্পে নারীর অংশগ্রহনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন-এই বিষয়ে নতুন প্রজন্মের ভাবনাকে লক্ষ্য রেখে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, টঙ্গীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। যার মধ্যে রয়েছে, র্যালি, কমিউনিটি লেভেল ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, আইনিসেবা ও মায়া আপাসেবা ক্যাম্প। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, টঙ্গীর সার্ভিস সেন্টার ম্যানেজার মো: রিয়াজ উদ্দিন ও সাতাইশ এলাকার ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আমজাদ হোসেনর নেতৃত্বে তৈরি পোশাক শিল্পে কর্মরত কর্মী, সমাজ উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার জনসাধারনকে নিয়ে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, টঙ্গী একটিবর্ণাঢ্য র্যালি বের করে।
মুক্ত আলোচনা ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, টঙ্গীর সার্ভিস সেন্টার ম্যানেজার মো: রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আমজাদ হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্তিত ছিলেন, মনসুর আলী স্কুলের প্রতিনিধিত্বকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, টঙ্গীর ডা: শরমি শাহা, এডভোকেট জাহিদুল ইসলাম ও মো: মাহবুবুর রহমান।






