টঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

0
278
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে ইউসেফ টঙ্গী পৌরসভা কলাবাগান স্কুলে আর্ন্তজাতিক নারীর প্রতি সহিংসতা বিলোপ দিবস উপলক্ষে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উদ্যোগে র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ইউসেপ টঙ্গী পৌরসভা কলাবাগান স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার আল ইমরান, শিক্ষক আসাদুজ্জামান, কমিউনিটি মোবিলাইজার আতিকুল ইসলাম, বিশ্বনাথ সরকার, রমেন্দ্র চন্দ্র বর্মন, ওমর ফারুক, ইব্রাহীম খলিল, গোলাম কিবরিয়া, আসমা উল হোসনা, বাবুল আক্তার, হারুন-অর-রশিদ, মাসুম দেওয়ান প্রমুখ। আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ইউসেফ টঙ্গী পৌরসভা কলাবাগান স্কুলে ৪র্থ শ্রেণি হইতে দশম শ্রেণি পর্যন্ত নি¤œ আয়ের পরিবারের ছেলে-মেয়েদের স্বল্পখরচে লেখাপড়ার করার সুযোগ রয়েছে। বর্তমানে এ বিদ্যালয়ে ৫৬৩জন ছাত্রছাত্রী লেখাপড়া করছে এবং পিইসি, জেএসসি ও এসএসসিতে এ+সহ শতভাগ পাশের হার রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here