টঙ্গীতে আলহাজ্ব আয়েত আলী ও সলমা বেগমের স্মরণসভা ও দোয়া মাহফিল

0
254
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী পশ্চিম থানা যুবলীগের প্রভাবশালী সদস্য মো: মনির হোসেনের দাদা মুদাফা এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী আয়েত আলী ও তার সহধর্মীনি আলহাজ্ব সলমা বেগমের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার মুদাফা এলাকায় নিজ বাসভবনে মেম্বার আবুল কাশেম মাতাব্বরের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা, জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মো: সাইফুল ইসলাম,আহবায়ক কমিটির সদস্য বদরুল আলম পাশা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন, যুবলীগ নেতা কামাল হোসেন, মনির হোসেন, মনির হোসেন মোল্লা, হাজী মো: ইয়াছিন, স্থানীয় আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী, সফিকুল ইসলাম সফিক, আলী আজম, হাবিবুর রহমান, ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হারুন-অর-রশিদ, কৃষকলীগের সভাপতি ছাবেদ আলী, টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা, ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ শামীম প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম হাজী আয়েত আলী ও আলহাজ্ব সলমা বেগমের স্মরণে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here