ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতভর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-টঙ্গী দত্তপাড়ার ঢাকা বিভাগীয় গার্মেন্টস শ্রমিক লীগের সভাপতি এমএ কাশেম মোল্লা, মনিরুল ইসলাম ওরফে মনু, ৪৯নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সদস্য মনির হোসেন, গাজীপুর মহানগর তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী ইকবার, ৪৮নং ওয়ার্ড মোটর শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সুজন, মহিলা লীগ নেত্রী শিখা আক্তার ওরফে শিল্পী, বাচ্চু মিয়া, বিদ্যুৎ শিকদার ও গাসিক ৫৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি প্রার্থী হারুনুর রশিদ।
টঙ্গীতে আ.লীগের নেতাসহ ৯ জনকে গ্রেফতার
