Daily Gazipur Online

টঙ্গীতে ইউসেফ কলাবাগান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ

জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ইউসেফ টঙ্গী পৌরসভা কলাবাগান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার ইউসেফ স্কুল মাঠে প্রধান শিক্ষক হুসনে আরা বেগমের সভাপতিত্বে এবং টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজ আইসিটি বিভাগের প্রভাষক নাহিদ মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, ইউসেফ টঙ্গী পৌরসভা কলাবাগান স্কুলের প্রতিষ্ঠাতা এড. আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: সোলেমান হায়দার, ইউসেফ বাংলাদেশ কর্মকর্তা শামীম আরা খাতুন, কনসেপ্ট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক সুমন শাহরিয়ার, ইমন শাহরিয়ার, টঙ্গী কমার্স কলেজের ব্যবস্থাপনা পরিচালক সরকার জাহিদুল ইসলাম টিপু, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, হারুন অর রশিদ, আবুল ফজল আহমেদ, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এড. আজিম হায়দার আদিম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিম, নূর মোহাম্মদ শামীম, শুক্কুর মাহমুদ, ইউসেফ টঙ্গী পৌরসভা কলাবাগান স্কুলের সিনিয়র শিক্ষক আসমা উল হুসনা, হারুন অর রশিদ, উমর ফারুক, গোলাম জাকারিয়া প্রমুখ।
উল্লেখ্য, ইউসেফ টঙ্গী পৌরসভা কলাবাগান স্কুলের কম্পিউটার ল্যাব তৈরির জন্য ও করইতলা মসজিদের ছামাছিবল টিউবওয়েল বসানোর লক্ষ্যে কনসেপ্ট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক সুমন শাহরিয়ার ও ইমন শাহরিয়ার নগদ দুই লক্ষ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন।