Daily Gazipur Online

টঙ্গীতে কারিতাস ও সিপের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুরের টঙ্গীতে বেসরকারী এনজিও কারিতাস বাংলাদেশ (সিবি) এবং সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ-এর উদ্যোগে শিখনীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে টঙ্গীর বন্ধন কমিউনিটি সেন্টারে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা আঞ্চলিক পরিচালক জ্যোতি গোমেস, সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ এর উপ-নির্বাহী পরিচালক তহমিনা জেসমিন মিতা, গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রাখি সরকার, পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন,টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হোসেন, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, মনটেজ পলিটেকনিক্যাল এর উপাধ্যক্ষ আবদুল্লা আল মামুন, টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ৫৬ নং ওয়ার্ড সভাপতি হাজী আহসান উল্লাহ,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হামিদা খাতুন, মহিলা আওয়ামীলীগ নেত্রী রাশিদা বেগম,কারিতাস উদ্যম প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,সিপ-এর মাঠ কর্মকর্তা শামীম রেজা প্রমুখ। এছাড়া ও এই প্রকল্পের সুবিধাভোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কর্মী ও স্বেচ্ছাসেবকসহ স্টেকহোল্ডাররা কর্মশালায় অংশগ্রহণ করবেন।কর্মশালা সঞ্চালনায় ছিলেন সিপ -এর প্রকল্প ব্যবস্থাপক জেসমিন নাহার।
কারিতাস বাংলাদেশ (সিবি) এবং সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ-যৌথভাবে স্টার্ট ফান্ড বাংলাদেশের এলাট বি০৩৮ বাংলাদেশ গাজীপুরের টঙ্গী এর অধীনে টঙ্গীস্থ, হাজিমাজার বস্তির ৫৭০ টি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সফলভাবে জরুরী মানবিক সহায়তা বাস্তবায়ন করেছে। UKaid এবং নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে এই জরুরী প্রকল্পটি ২১ জানুয়ারী ২০২২ শেষ হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত ‘পাঠ শেখা ওয়ার্কশপ’-এ অংশ গ্রহনকারী সবাইকে অভিনন্দন জানান আয়োজকরা।