Daily Gazipur Online

টঙ্গীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার। শনিবার রাত দশটায় হাজী মার্কেট আতাউর এর টিন সেট বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম হাসি আক্তার। এ বিষয়ে স্বামী সবুজ ও তার নানীকে আটক করেন টঙ্গী পূর্ব থানা পুলিশ। নিহত কিশোরীর বাবা বাবু মিয়া জানান ,একমাস আগে তার আত্মীয় ভাগনে সবুজের সাথে হাসি আক্তারের বিবাহ হয়। সবুজ স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে। সে হোসেন আলীর ছেলে। তিনি জানান ,সারাদিন ভালই ছিল। কি কারনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারে না। টঙ্গী পূর্ব থানার এস আই সুমন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার মামলা চলমান।