Daily Gazipur Online

টঙ্গীতে কেন্দ্রীয় কবরস্থান উদ্বোধন

অলিদুর রহমান অলি:গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের ৫৩ নং ওয়ার্ডের বড় দেওড়া হাজী মোহাম্মদ আলী স্কুলের পাশেই সম্প্রতি বিকেলে কেন্দ্রীয় কবরস্থান উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী রাজিব হায়দার সাদিমের সঞ্চালনায় ও ৫৩ নং ওয়ার্ড হাজী মোঃ সোলেমান হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযুদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা লেহাজ উদ্দিন, এডঃ আজিম হায়দার আদিম, আব্দুস সালাম, রেজাউল করিম, আব্দুল খালেক, হাজী মোঃ হযরত আলী, আবুল হাশেম, সাদেক আলী, সাংবাদিক অলিদুর রহমান অলি, নাসিমুল গণি প্রমুখ। এ সময় ওয়ার্ডের প্রতিটি মসজিদ এর ইমাম, খতিব ও সকল মাদ্রাসা এতিম ছাত্রসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।