

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুরের টঙ্গীর বিসিক সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ ৫ জন দগ্ধ হয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আগুনে দগ্ধ হয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক জান্নাতুল নাঈম এবং ফায়ার সার্ভিসের কর্মী মো. শামীম (৪৫), মো. নূরুল হুদা (৪৫), মো. জয় হাসান (২৫) ও পথচারী বাবু (২০)।এ ছাড়া আগুনের ধোঁয়ায় আহত হয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম (৪৭)।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশরাত জাহান জানান, দগ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।খবর পেয়ে পর্যায়ক্রমে টঙ্গী উত্তরা ও কুর্মিটোলাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চারজনকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জাহান জানান তাদের সবাই ৮০ শতাংশ দগ্ধ হয়েছেন।
