টঙ্গীতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন

0
170
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে ২৫০ শষ্যা বিশিষ্ট শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কোভিড -১৯ টিকাদান কর্মসূচি উদ্ধোধন করা হয়েছে।রবিবার সকালে এই কর্মসূচিতে প্রথম টিকা গ্রহণ করেন টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও ডা. পারভেজ হোসেন। পরে ৩০ জন ডাক্তার ও নার্সদের টিকা দেওয়ার মাধ্যমে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও ডা. পারভেজ হোসেনের পরিচালনায় অডিও কনফারেন্স এর মাধ্যমে টিকাদান কর্মসূচি উদ্ধোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, সোহরাব হোসেন, টঙ্গী থানার আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ডা. মাসুদ রানা, ডা. উমা ধর, ডা. নুসরাত জাবিন হক, ডা. তারিক হাসান, ডা. বর্ণালি দাস, ডা. ইয়ানুর হোসেন,আউট সোসিং ইনচার্জ তৌহিদুল ইসলাম হৃদয় প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here