Daily Gazipur Online

টঙ্গীতে ক্ষতিপূরনের দাবিতে বাঁশের খুটি দিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গী বনমালা রেললাইন এলাকায় বসতবাড়ীর ক্ষতিপূরনের দাবিতে সড়কে বাঁশের খুটি গেড়ে রাস্তা পূনরায় দখল করেছে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজন। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের রাজনৈতিক ঝামেলার সুযোগে আজ সকালে টঙ্গী বনমালা গাজীপুর বাইপাস সড়কের আলোচিত বনমালা সড়কের বনমালায় বাঁশ দিয়ে রাস্তার অর্ধেক দখল করে বন্ধ করে দিয়েছে বনমালা রেললাইন এলাকার ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজন।
ক্ষতিগ্রস্ত লোকজনের দাবি ক্ষতিপূরণ না দিলে রাস্তা এভাবেই বাশের খুটি দিয়ে রাস্তা আটকে রাখা হবে এবং প্রয়োজনে ক্ষতিগ্রস্ত লোকজন রাস্তায় বসে অনশন করবে।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামর“জ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসিবুল আলম, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ।
ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় লোকজনের সাথে কথোপকথন করার পর স্থানীয় লোকজন বাঁশের খুটি সড়িয়ে নেয় তারা স্থায়ী সমাধান না পেলে পূনরায় রাস্তা অবরোধ করবে বলে জানান ক্ষতিগ্রস্ত লোকজনেরা। তবে এই বিষয়ে সাংবাদিকদের কোনো বক্তব্য দেন নি প্রশাসন।