
মোঃ শাহজালাল দেওয়ান : সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন ক্ষুদ্র শিল্প করাত কল মালিক সমিতি উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার গাজীপুরের টঙ্গীর ষ্টেশন রোড় এলাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম. গাজীপুর ২ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক জাহিদুল কবির আনোয়রের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশন ক্ষুদ্র শিল্প করাত কল মালিক সমিতির সভাপতি মোঃ ফজলুল হক মোল্লা ,এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, গাজীপুর সিটি করপোরেশন ক্ষুদ্র শিল্প করাত কল মালিক সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাবুল, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, টঙ্গী থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব এম এ সাত্তার মোল্লা, গাজীপুর মহানগর যুবলীগের সদস্য বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু ,এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন ক্ষুদ্র শিল্প করাত কল মালিক সমিতির ব্যবসায়ী ও কর্মচারি বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ১৫ আগস্ট ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকান্ডের দিন। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এর মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় সংযোজিত হয়েছিল সেদিন ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। এ ছাড়া বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, আরিফ, বেবি ও সুকান্ত, আবদুল নাঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর ভাগনে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তসত্তা স্ত্রী আরজু মণিকেও হত্যা করা হয়। বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিলকেও সেদিন ঘাতকদের হাতে প্রাণ হারাতে হয়েছিল। তবে সেই সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।






