Daily Gazipur Online

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে গণপিটুনিতে অজ্ঞাতনামা (২৫) ছিনতাইকারী (পুরুষ) নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় স্টেশনরোড শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশনরোড ট্রাফিক বক্স এলাকা থেকে এক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন অজ্ঞাতনামা ওই ছিনতাইকারী।
এ সময় অন্য পথচারীরা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে বেধড়ক পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় তিনি। পরে পথচারীরা তার লাশ হাসপাতালে রেখে যায়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।