ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে আধাঁরের আলো ফাউন্ডেশনের উদ্যোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের নির্দেশে গরিব অসহায় ও নি¤œ আয়ের মানুষের মাঝে দুইদিনব্যাপী সোমবার আম, কাঁঠাল, মুড়ি তুলে দিলেন আধাঁরের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা আক্তার হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবাল, আধাঁরের আলো ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নুমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, খোরশেদ আলম, মানিক মিয়া, করোনাযুদ্ধা নূরুজ্জামান, দিদারুল ইসলাম, রফিকুল ইসলাম, আশিকুল ইসলাম, সুরুজ মিয়া, রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম জনি প্রমুখ।
এ সময় আধাঁরের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবলীগ নেতা আক্তার হোসেন সরকার বলেন, গত মার্চ মাসের ২৫ তারিখ থেকে শুরু করে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছে। করোনা ভাইরাসের শুরু থেকে এ যাবত নি¤œ আয়ের মানুষের মাঝে আছি এবং ভবিষ্যতে থাকবো। তারই ধারাবাহিকতায় আমার এলাকায় গরিব অসহায় নি¤œ আয়ের মানুষ আম, কাঁঠাল কিনে খেতে পারে না। তাই আমার ব্যক্তিগত উদ্যোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক কামরুল আহসান সরকার রাসেলের নির্দেশে দুইদিন ব্যাপী গরিব অসহায় ২শ’ পরিবারের মাঝে আম, কাঁঠাল ও মুড়ি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি।