Daily Gazipur Online

টঙ্গীতে গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় সিলেট হতে ঢাকাগামী এনা পরিবহন থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বুধবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, সিলেট বিয়ানীবাজার থানার বাড়িগ্রামের শফিক আহমেদের ছেলে সেলিম আহমেদ (২০) ও কুমিল্লা বুড়িচং থানার লরিবাগ গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে শামীম (২৫)। টঙ্গী পূর্ব থানার এসআই আশিকুল হক রোনাল্ড জানান, সিলেট হতে ঢাকাগামী এনা পরিবহনের বাসযোগে একটি চক্র মাদক পাচার করছে। এমন গোপন সংবাদের
ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে স্টেশনরোড চম্পাকলি সিনেমা হলের সামনে ওই পরিবহনের বাস নং ঢাকা মেট্রো-ব-১৫-২০৫০ এর গতিরোধ করে পুলিশ। এসময় বাসে তল্লাশী চালিয়ে সেলিম ও শামীমের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধারপূর্বক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।