টঙ্গীতে গাসিক নবনির্বাচিত কাউন্সিলর শাহ আলম রিপন ও ফেরদৌসী জামান ফিরুকে সংবর্ধনা

0
218
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীস্থ পূর্ব আরিচপুর ভূঁইয়াপাড়া জন কল্যান সংস্থার উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহ আলম রিপন ও ৪৩,৪৪ ও ৪৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফেরদৌসী জামান ফিরুকে আজ শুক্রবার সন্ধ্যায় এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

পূর্ব আরিচপুর ভূঁইয়াপাড়া জন কল্যান সংস্থার কার্যালয়ে মোনতাজ উদ্দিন ভূঁইয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. রজব আলী ভূঁইয়া ( মাষ্টার)-এর সঞ্চালনায় ও সংস্থার সভাপতি আলহাজ্ব মো.নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় নির্বাচিত কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক কাজী আব্দুল লতিফ,হান্নান ভূইয়া,আক্তার ভূঁইয়া, আলী হোসেন, রুবেল প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলরদেরকে সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংস্থার পক্ষ থেকে ফুলের মালা উপহার দেয়া হয়। উল্লেখ্য সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. রজব আলী ভূঁইয়ার পরিকল্পনায় বেওয়ারিশ লাশ দাফন,বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থা,দরিদ্র অসহায় অসুস্থদের বিনামূল্য চিকিৎসার ব্যবস্থা, বিনামূল্য প্রশিক্ষণ, নারীদের হস্তশিল্প প্রশিক্ষণসহ জনকল্যানমূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে বিগত ২০২২ সালে এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here