Daily Gazipur Online

টঙ্গীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর সাতাইশ এলাকায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে ইমরান হোসেন খানের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য এক শ্রেণী অসাধু ব্যক্তিরা জোর চেষ্টা চালাচ্ছে। ঘটনার পর থেকে ইমরান হোসেন পলাতক রয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সাতাইশ স্কুলের পশ্চিম পাশে কিশোরগঞ্জের বাজিতপুরের এক গৃহবধূ ৩ কন্যা সন্তান নিয়ে বাসায় ভাড়া থাকতেন। গৃহবধূকে বাসায় একা পেয়ে একই এলাকার যুবক ইমরান হোসেন তার বাসায় ঢুকে জোর পূর্বক তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে গৃহবধূকে কিছু টাকা দিয়ে বিষয়টি দামাচাপা দেয়ার চেষ্টা করেন। এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হকের সাথে যোগাযোগ করলে এঘটনায় থানায় মামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গৃহবধূ সংসারে ৩ কন্যা সন্তান রয়েছে। তার স্বামী কামাল হোসেন ড্রাইভার। তার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর বলে জানা যায়।