Daily Gazipur Online

টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীর সাতাইশ লস্করপাড়া এলাকা থেকে শুক্রবার বিকালে জান্নাতুল ফেরদৌস মুক্তা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুক্তা ময়মনসিংহ জেলার পাগলা থানার পাচুলি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। এলাকাবাসী জানায়, মুক্তা তার স্বামীকে নিয়ে লস্করপাড়া আলী আকবরের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। পারিবারিক কলহের কারণে কিছুদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকালে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।