Daily Gazipur Online

টঙ্গীতে চলন্ত বাসের নিচে ঝাঁপিয়ে পড়ে এক বৃদ্ধা নারীর আত্মহত্যা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে চলন্ত বাসের নিচে ঝাঁপিয়ে পড়ে জাহানারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ রোববার সকালে গাজীপুরা-সাতাইশ রোডের খরতৈল এলাকায় এই ঘটনা ঘটে।নিহত কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গাংগাইল গ্রামের মৃত মো. আব্দুল খালেকের স্ত্রী। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।তিনি টঙ্গী পশ্চিম থানার সাতাইশ রোডের মদিনা পাড়া এলাকায় বসবাস করতেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৬টার দিকে খরতৈল এলাকার মিথিলা এন্টারপ্রাইজের সামনের সড়কে এলোমেলোভাবে হাঁটছেন ওই বৃদ্ধা নারী। হঠাৎ করে সড়কে নেমে চলন্ত বাসের নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি। এ সময় বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কেন বা কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় এলাকাবাসী ও পুলিশ। নিহতের পরনে ছিল খয়েরী রঙের শাড়ি ও লাল রঙের ব্লাউজ।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর রাতে ঘুম হতো না।অনেকটা ভারসাম্যহীন ছিলেন তিনি। নিহতের মরদেহ উদ্ধারপূর্বক আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।