

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর বহিস্কৃত নেতা এডঃ জি.এস স্বপন বিএনপির নাম ভাঙ্গিয়ে টঙ্গীর বিভিন্ন ব্যবসায়ীদেরকে হুমকী ধমকী ও ভয়ভীতি প্রদর্শন করে চলছে চাঁদাবাজি। এমনি ঘটনা ঘটেছে রবিবার টঙ্গীর দত্তপাড়া শাহী জামে মসজিদে ইফতারীর সময় ।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় গত ৩০ মার্চ একটি অভিযোগ দায়ের করেছে এক ব্যবসায়ী।
বিশিষ্ট ডেভলপার ব্যবসায়ী ও সাবেক ছাত্রদলনেতা রশিদ মোল্লার নিকট ৫ আগষ্টের পর হতে মোটা অংকের চাঁদা দাবী করে । এবং চাঁদা না পেয়ে ব্যর্থ হয়ে বাদী রশিদ মোল্লাকে ইফতারির সময়ে দত্তপাড়া শাহী জামে মসজিদে দলবল নিয়ে প্রবেশ করে উপস্হিত মুসুলীদের সামনে হেনস্তা করে এবং মুসুল্লিদের সামনে তাকে হত্যার হুমকী ও বিভিন্ন মিথ্যা মামলায় আসামী করার হুমকী দেয় বলে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ জানান তিনি । এছাড়াও বাবার নিকট চাঁদা না পেয়ে সফিউদ্দিন সরকার একাডেমীর ৭ম শ্রেনীর ছাত্রের নামেও মামলা দিয়েছে স্বপন যা ইলেকট্রনিক মিডিয়াতেও সাড়া ফেলেছে। জিএস স্বপন বিগত আওয়ামীলীগের আমলে মেয়র জাহাঙ্গীর আলমের উকিল জামাতা হিসাবে এবং পুলিশের আইজি বেনজীর আহমেদের সাথে সখ্যতার দরুন টঙ্গীতে ব্যাপক অপকর্মের সাথে জড়িত ছিলো।


৫ আগস্টের পরে টঙ্গীর আওয়ামীলীগ ও বড় বড় ব্যবসায়ীরা জিএস স্বপনের টার্গেটে পরিনত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত গরীব অসহায় নিহত ছাত্রদের অভিভাবকদের নগদ কিছু টাকা দিয়ে মামলার বাদী বানিয়ে তার টার্গেট অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ী ও আওয়ামীলীগের নেতাদের নামে মামলা সাজিয়ে করছে মামলা বাণিজ্য। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়ে তাদের নাম বাদ দিয়ে মামলা দায়ের করছে জিএস স্বপন। থানায় মামলা আমলে না নিলে সে কোর্ট থেকে অর্ডার এনে মামলা দায়ের করছে। মামলা থেকে নাম কেটে দিবে এরকম শর্তে পুনরায় আসামীদের কাছ থেকে টাকা নিয়ে করছে মামলা বাণিজ্য । এই ধরনের ঘটনায় টঙ্গীতে বিএনপির উপর সাধারন মানুষের ব্যাপক নেতিবাচক ধারনার সৃষ্টি হচ্ছে। গাজীপুর ও রাজধানীর বিভিন্ন থানায় মামলার আসামী হওয়া ভুক্তভোগীদের সাথে কথা বলে এই ঘটনার সত্যতা পাওয়া যায়।






