টঙ্গীতে চিকিৎসা সেবায় রোগীদের আস্থার ঠিকানা ডা, তানজিনা আফরিন ইভা

0
366
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: টঙ্গীর ব্যস্ততম শিল্পনগরী শ্রমজীবী মানুষের বসবাস। ব্যস্ততম শিল্প এলাকা হওয়ায় এখানে যেমন ৬৪টি জেলার নিম্ন আয়ের মানুষ বসবাস করছে। তেমনি রোগ বালাইয়েরও কমতি নেই। চিকিৎসা সেবার মান উন্নয়নে গাজীপুরে অসংখ্য সরকারি ও বেসরকারি হাসপাতাল থাকলেও টঙ্গীর স্টেশন রোড এলাকায় অবস্থিত শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার জেনারেল হাসপাতালের ব্যাপক সুনাম রয়েছে। গাজীপুরের মাটি ও মানুষের নেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপির পিতা মরহুম শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার এমপির নামে করা হাসপাতালটির সুনাম ধরে রাখার লক্ষ্যে চিকিৎসকরা নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতালে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল অফিসার ডাঃ সৈয়দা তানজিনা আফরিন ইভা চিকিৎসাসেবা প্রদানে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন। সুচিকিৎসা দেওয়ায় ফলে রোগীরা প্রতিনিয়ত তার কক্ষের সামনেই ভীড় জমাচ্ছে। হাসপাতালের স্টাফ ও নার্সদের সঙ্গে কথা বললে জানা যায়, রোগীর সংখ্যা বেশী থাকলে জনবান্ধব এ ডাক্তার খাবার খাওয়ার কথাও ভুলে যায়।
জানা যায়, পুরাতন ৫০ শয্যা বিশিষ্ট ভবন ঘেষে নির্মিত ৮তলা বিশিষ্ট ২৫০ শয্যার নতুন ভবন চালু ও কার্যক্রম শুরু হয়েছে। বাড়ানো হয়েছে জনবল। সকল প্রকার ডিজিটাল যন্ত্রপাতি ও মেশিনারিজ দ্বারা চিকিৎসা সেবা এখন উন্নত। বর্তমানে রোগীদের নিয়ে কষ্ট করে যেতে হয় না ঢাকা মেডিকেল কলেজ বা আশপাশের প্রাইভেট হাসপাতালগুলোতে। উন্নত সেবা ও ভাল ডাক্তার থাকায় রাজধানী ঢাকার পাশাপাশি হওয়ায় উত্তরা ও তার আশপাশের এলাকাগুলো থেকে প্রতিনিয়ত রোগীরা এসে ভীড় জমায়। ডা, মাসুদ রানা ও ডা, ইভার মতো চিকিৎসক পাওয়ায় গাজীপুরে বসবাস করা স্বল্প আয়ের মানুষের মনে আস্থা জেগেছে।
চিকিৎসক হয়ে রোগীদের দেওয়া সেবা প্রসঙ্গে জানতে চাইলে ডা, সৈয়দা তানজিনা আফরিন ইভা বলেন, একজন প্রকৃত চিকিৎসকের কাজ হচ্ছে মানুষকে ভালোভাবে সেবা দেওয়া আর আমার দায়িত্ববোধ থেকে আমি তাই করে থাকি। তবে ডাক্তার পারভেজ ও মাসুদ রানা ভাইয়ের মত সিনিয়ররা পাশে থাকায় সাধারণ মানুষকে ভালো ভাবে সেবা দেওয়ায় বেশী সাচ্ছন্দ বোধ করি এখানে যারা আছে সকল স্টাফ ও ডাক্তাররাই অত্যান্ত দায়িত্বশীল। সকলের সহযোগীতা থাকলে আমাদের চিকিৎসা প্রদানের অগ্রগতি আরো ফলপ্রসূ হবে।
হাসপাতালের আরএমও ডাঃ পারভেজ হোসেন বলেন, ডা, সৈয়দা তানজিনা আফরিন ইভা খুবই পরিশ্রমী একজন চিকিৎসক। তার দেওয়া চিকিৎসায় রোগিরা অত্যান্ত আস্থাশীল। হাসপাতালটির নতুন ভবন চালু হওয়ার পর থেকে রোগীদের সংখ্যা অনেক বেড়ে গেছে যা দিনদিন আরো বাড়বে। প্রতিদিন প্রায় দেড় হাজারেরও বেশী রোগী এখানে ভীড় জমায়। আমরা সাধ্যমত সকলকে চিকিৎসা দিচ্ছি। আগামী দিনগুলোতে আমাদের জনবল বৃদ্ধি পেলে আরো বেশী রোগীদের সেবা দেওয়া সম্ভব হবে। আমরা চাই সকলে সুস্থ্য থাকুক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here