Daily Gazipur Online

টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০

ডেইলি গাজীপুর প্রতিবেদক : অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধিতে শিল্প নগরী টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যায়। এ কারনে যৌথ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে আটক করা হয়েছে। টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, আমার থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নয়, অপরাধীদের আটক করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমার থানায় ২৩ জনকে আটক করা হয়েছে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।