Daily Gazipur Online

টঙ্গীতে ছাদ থেকে পড়ে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ৭তলা ভবনের ছাদ থেকে পরে গিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম অপূর্ব(৮)। সে স্থানীয় ষ্টার একাডেমি নামক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। বুধবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী টিএনটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপুর্ব গাজীপুরের কালীগঞ্জ থানার ফুলদি গ্রামের কাজল মিয়া ছেলে। নিহত অপূর্ব পরিবারের সঙ্গে টিএনটি বাজার জাহাঙ্গীর আলমের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলো।
জানা যায়, বুধবার বিকেলে অপূর্ব নিজ বাসার ৭তলা ভবনের ছাদে উঠে। এরই এক পর্যায়ে সে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশটি পরিবারের স্বজনেরা আবারো ঘটনাস্থলে নিয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন।
যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।