টঙ্গীতে ছিনতাইকারী চক্রের মূল হোতা নয়ন বাবুসহ ৬ জন গ্রেফতার

0
281
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের অভিযানে গাজীপুর মহানগরীর টঙ্গী হতে ছিনতাইকারী চক্রের মূল হোতা মোঃ নয়ন ওরফে বাবু (২৫)’সহ মোট ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গত ২১ মার্চ ২০১৯ রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ছিনতাইকারী চক্রের কতিপয় সদস্য গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ৫৭ নং ওয়ার্ডস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স এর সামনে ফাঁকা জায়গায় ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ নয়ন ইসলাম @ বাবু (২৫), পিতা- মোঃ মোতালেব হোসেন, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম, সাং- মিয়াপাড়া, থানা- বকশীগঞ্জ, জেলা- জামালপুর, বর্তমানে- পূর্ব আরিচপুর, ওয়ার্ড নং-৫৬ (মনির হোসেন ভূইয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২) মোঃ কামরুজ্জামান মিয়া (২৫), পিতা- মৃত আব্দুল খালেক মিয়া, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম, সাং- লক্ষীখোলা, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ, বর্তমানে- ০৯ নং বালুর গদি (পাভেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- উত্তরা পশ্চিম, ডিএমপি, ঢাকা, ৩) মোঃ শরিফুল ইসলাম @ শরীফ (২২), পিতা- মোঃ জমির আলী, মাতা- মোছাঃ মোমেনা বেগম, সাং- নলভোগ, কফিল উদ্দিন মে¤¦ারের বাড়ির সামনে, থানা- তুরাগ, ডিএমপি, ঢাকা, বর্তমানে- কালিয়ার টেক (ইব্রাহিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া), সেক্টর নং-১০ এর সংলগ্ন, রোড নং-১২, থানা- তুরাগ, ডিএমপি, ঢাকা, ৪) মোঃ ইসমাইল হোসেন @ জনি (১৮), পিতা- মোঃ মোতালেব হোসেন, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম, সাং- মিয়াপাড়া, থানা- বকশীগঞ্জ, জেলা- জামালপুর, বর্তমানে- পূর্ব আরিচপুর, ওয়ার্ড নং-৫৬ (মনির হোসেন ভূইয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ৫) মোঃ রাসেল বেপারী (১৯), পিতা- মোঃ দুলাল বেপারী, মাতা- মোছাঃ হাজেরা বেগম, সাং- মনপুরা, আরঙ্গ বাজারের পশ্চিম পার্শ্বে, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর, বর্তমানে- বরান হাজী মাজার, হোন্ডা রোড, ৫৭ নং ওয়ার্ড, থানা- টঙ্গী পশ্চিম, জিএমপি, গাজীপুর এবং ৬) মোঃ জাহাঙ্গীর আলম (২০), পিতা- মোঃ সিরাজ মিয়া, মাতা- মোছাঃ আছমা বেগম, সাং- টুনীরহাট, থানা- পঞ্চগড় সদর, জেলা- পঞ্চগড়, বর্তমানে- টঙ্গী হাজী মাজার বস্তি, সেনা কল্যান ভবনের পিছনে কলেজ সংলগ্ন, ওয়ার্ড নং-৫৭, থানা- টঙ্গী পশ্চিম, জিএমপি, গাজীপুর’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ছিনতাইকৃত ১৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ টঙ্গী, আব্দুল্লাহপুর, চৌরাস্তা, বেড়িবাধ, আশুলিয়া ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাস ও ট্রেনের যাত্রীদের মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছে। এই চক্রের সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাস/ট্রেন স্টেশন এবং বিভিন্ন জনাকির্ণ স্থানে ওৎ পেতে থাকে এবং চলন্ত বাস, ট্রেন ও পথচারীর নিকট হতে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকার ইত্যাদি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এই চক্রের সদস্যরা ছিনতাইকৃত মালামাল দলের প্রধানের নিকট জমা করে। এই চক্রের প্রধানের নির্দেশে অন্যান্য সদস্যরা ছিনতাইকৃত মোবাইলগুলো বিভিন্ন মোবাইল সার্ভিসিং এর দোকানে বিক্রয় করে। মোবাইল সার্ভিসিং দোকানগুলো তাৎক্ষণিক মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে সাধারণ ক্রেতাদের নিকট বর্তমান বাজারমূল্যে বিক্রয় করে।
গ্রেফতারকৃত ছিনতাই চক্রটির মূল হোতা মোঃ নয়ন @ বাবু ও মিজান। তাদের নির্দেশে এই চক্রের প্রতিটি সদস্য টঙ্গী, আব্দুল্লাহপুর, চৌরাস্তা, বেড়িবাধ, আশুলিয়া ও আশপাশের এলাকায় ছিনতাই করে থাকে। মোঃ নয়ন @ বাবু প্রত্যেক সদস্যের এলাকা ভাগ করে দেয়। এই চক্রের সকলে স্বল্প শিক্ষীত ও অশিক্ষীত। তারা প্রত্যেকে মাদকাসক্ত ও দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ও গাঁজা সেবন করে আসছে বলে স্বীকার করে। ধৃত নয়ন@ বাবু পেশায় একজন হকার, তার ভাই জনি লেগুনার হেলপার ও কাঁচামালের আড়তে কাজ করে, কামরুল হাসান পেশায় ড্রাইভার, শরিফুল বায়িং হাউজের ক্লিনার, জাহাঙ্গীর মাছের আড়তে কাজ করে এবং রাসেল স্থানীয় একটি প্লাস্টিক ফ্যক্টরীতে চাকুরী করে। তারা প্রত্যেকে নিজ নিজ কাজের ফাঁকে সাধারণ পথচারী, চলন্ত বাস ও ট্রেনের যাত্রীদের মোবাইল, টাকা-পয়সা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছে। এই চক্রের সাথে জড়িত আরও ১৫/২০ জনের নাম জানা গেছে যাদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান চলমান রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here