

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ,টঙ্গীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত তিন দিনব্যাপী বিজয় উৎসব সুষ্ঠু সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এ বিজয় উৎসবের সমাপনী দিন ছিল গতকাল শনিবার। উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি। একই দিন উৎসব মঞ্চে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া ও গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ। সম্মিলিত সাংস্কৃতিক জোট, টংগীর সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সঞ্চালনায় ও সভাপতি মন্ডলীর সদস্য শেকানুল ইসলাম শাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো: নাসির উদ্দিন মোল্লা। “পঞ্চাশে প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনার হবে জয় ” এই স্লোগানকে সামনে রেখে গত ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টংগী সরকারি কলেজ মুক্তমঞ্চে ৩ দিনব্যাপী এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।
জোট সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ১৬ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী দিনে অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্লাহ। জোট সভাপতি মন্ডলীর সদস্য নিজাম উদ্দিনের সভাপতিত্বে দ্বিতীয় দিন ১৭ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও টংগী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উল্লা খান।
উৎসব মঞ্চে প্রতিদিন আলোচনা অনুষ্ঠানের আগে ও পরে জোটভুক্ত সংগঠনগুলো নাটক, আবৃত্তি, সংগীত ও নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দীর্ঘদিন পর এই বিজয় উৎসব উপলক্ষে টংগীর সাংস্কৃতিক অঙ্গন ও শিল্পীদের মাঝে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
