Daily Gazipur Online

টঙ্গীতে জ্ঞানের আলো ছড়াচ্ছে শহীদ আহসান উল্ল্যাহ মাষ্টার আদর্শ পাঠাগার

মোঃ জাহাঙ্গীর আকন্দ ঃ মানব সভ্যতার ইতিহাস আলোকিত করার শ্রেষ্ঠ অংশ বা সম্পদ হলো পাঠাগার। সাহিত্য ও জ্ঞান চর্চার জন্য ‘পরিলে বই আলোকিত হই, না পরিলে বই অন্ধকারে রই’ এই স্লোগানকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের সৃতি’র স্বরণে ২০১৫ সালের ১৬ ডিসেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড, টঙ্গীর এরশাদ নগর ৮নং ব্লক এলাকায় প্রতিষ্ঠিত হয় ‘শহীদ আহসান উল্ল্যাহ মাষ্টার আর্দশ পাঠাগার’।
পাঠাগারটির প্রতিষ্ঠাতা বিপ্লব সরদার তিনি ওই ওয়ার্ডে যুবলীগের কর্মী। বর্তমানে শহীদ আহসান উল্ল্যাহ মাষ্টার আর্দশ পাঠাগার এর প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন গাজীপুর ২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
পাঠাগারে গিয়ে দেখা য়ায়, অস্থায়ী একটি ভবনে ভাড়ায় পরিচালিত ‘শহীদ আহসান উল্ল্যাহ মাষ্টার আর্দশ পাঠাগার’ এর পাঠক সংখ্যা প্রায় দুই শতাধিক। বর্তমানে পাঠাগারে বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক বই রয়েছে। ধর্মীয়, ইতিহাস, বিজ্ঞান, উপন্যাস, সাহিত্যিক, রচনা, গল্প, জীবনী, ম্যাগাজিন, সংবাদপত্র, শিশু সাহিত্য ছাড়াও একাডেমিক বইও বিদ্যমান। তবে শহীদ আহসান উল্ল্যাহ মাষ্টার আর্দশ পাঠাগারে একজন অভিজ্ঞ লাইব্রেরিয়ান এর অভাব। পাঠাগারটিতে বই পড়া, জ্ঞান আহরণ তথা নতুন তথ্য অনুসন্ধানের জন্য প্রতিনিয়তই পাঠকদের আনাগোনা লক্ষ করা যায়। ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো বয়সের নারী-পুরুষ এখানে এসে জ্ঞানের অতল সমুদ্রে অবগাহন করতে পারেন। আবার কেউ চাইলে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পাঠাগারের সদস্য হতে পারেন। কোনো পাঠক ইচ্ছা করলে পাঠাগারে বসে বই পড়তে পারেন, আবার চাইলে বাড়িতে নিয়েও পড়তে পারেন। শুধু বই পড়াকে ঘিরে নয়, প্রতি বছর প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা, বৃত্তি দেওয়া, কবিতা আবৃত্তি, কোরআনের হাফেজদের নিয়ে আল-কোরআন পাঠসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে করণীয় নির্ধারণে আলোচনা সভাও করে থাকে ‘শহীদ আহসান উল্ল্যাহ মাষ্টার আর্দশ পাঠাগার’।
পাঠাগারের এর উপদেষ্টা টঙ্গী পূর্ব থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী যুববন্ধু সোহেল রানা বলেন, পাঠাগারটি সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরিতে ভূমিকা রাখছে। পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ে শিক্ষার্থীরা জ্ঞানভান্ডার সমৃদ্ধ করছেন, যা তাদের ভবিষ্যৎ আলোকিত করবে বলে আমি বিশ্বাস করি। পাঠাগার হচ্ছে মানুষের মনের খোরাগ মেটানোর একটি জায়গা। ইতিহাস ঐতিহ্য সম্মন্ধে জানতে পাঠাগার প্রয়োজন। এরশাদ নগরের আর কোন পাঠাগার না থাকায় বিপ্লব সরদারের নেতৃত্বে আমি স্থানীয় ওয়ার্ড কাউন্সিল ফারুক আহম্মেদ ও ইমান আলীরসহ সকলে উৎসাহ দিয়ে এই পাঠাগারটি শুরু করি। এখানে কিশোর, যুবক, বৃদ্ধ সকলেই বই পড়ে তাদের মনের খোরাগ মিটায়। পাঠাগারটি ছোট পরিশরে আছে, এটাকে বড় পরিশরে করতে পারলে এই ঘনবসতিপূর্ণ এলাকার অনেক মানুষের চাহিদা মিটাতে পারবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি সহয়তা প্রয়োজন।
শহীদ আহসান উল্ল্যাহ মাষ্টার আর্দশ পাঠাগারটির প্রতিষ্ঠাতা বিপ্লব সরদার বলেন, ভবিষ্যতে পাঠাগারের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্থায়ী একটি ভবন নির্মাণসহ বইয়ের সংগ্রহ আরও বেশি সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে। যদি স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল প্রতিমন্ত্রী ও সিটি কর্পোরেশনের মেয়র এই পাঠাগার জন্য একটি স্থায়ী জায়গা বরাদ্ধ দেন তাহলে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে এই পাঠাগারটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে আশা করি।