Daily Gazipur Online

টঙ্গীতে ট্রাকের ধাক্কায় ট্রেনযাত্রীর কবজি বিচ্ছিন্ন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ট্রাকের ধাক্কায় এক ট্রেনযাত্রীর কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার রাত ১০টায় টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।আহত যুবকের নামের নাম মাজেদ খান (৩৫)। ঘটনার পর ট্রেন থামিয়ে আহত মাজেদকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। মাজেদের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
এলাকার লোকজন জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের আগে কয়েক মিনিটের দূরত্বে থাকা মধুমিতা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাকটি ট্রেনের দ্বিতীয় বগিতে আঘাত করে। ট্রেনের জানালা দিয়ে ওই যাত্রী হাত বের করে রেখেছিলেন। ট্রাকের আঘাতে তাঁর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনটি থামিয়ে মাজেদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান মোবাইল ফোনে বলেন, ‘একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়লে ধাক্কা দেয় ট্রেন। এতে ট্রেনে থাকা এক যাত্রীর কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার কয়েক মিনিট পর ট্রেনটি টঙ্গী রেলওয়ে পেরিয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
চালক ও তাঁর সহযোগী ট্রাক ফেলে পালিয়ে গেছেন জানায়, টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা ।