Daily Gazipur Online

টঙ্গীতে ডিজিটাল সার্ভিলেন্স শুভ উদ্বোধন

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধপ্রবন এলাকার সার্বক্ষণিক নিরপত্তা জোরদার করার লক্ষ্যে ডিজিটাল সার্ভিলেন্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর চেরাগ আলী ট্রাক স্ট্যান্ডকে সি সি ক্যামেরা আওতায় এনে এই কার্যক্রম শুরু করা হয়।
টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বরকতুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসিবুল আলম।গাজীপুর জেলা ট্রাক কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে, গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাভেদ মাসুদসহ গাজীপুর জেলা ট্রাক কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতাকর্মী ও পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।